নিজেদের প্লাটফর্মে সংবাদ প্রচারের কারণে গুগল ও ফেসবুকের কাছ থেকে টাকা আদায়ের বিধান রেখে নতুন একটি আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আইনটি পাস করল তারা। তবে এই আইনের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের এই টেক জায়ান্ট দুটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই আইনের কারণে নিজেদের প্লাটফর্মে নিউজ কন্টেন্ট শেয়ার করতে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোকে বেশ বড় পরিমাণের অর্থ পরিশোধ করতে হবে ফেসবুক ও গুগলকে। এছাড়া অস্ট্রেলিয়াকে অনুসরণ করে বিশ্বের আরও অনেক দেশই একই ধরনের আইন তৈরি করতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

এর আগে নিউজ কন্টেন্ট শেয়ার করলে টাকা দিতে হবে- এমন আইনের প্রস্তাবের পর গত সপ্তাহে নিজেদের পেইজে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর কন্টেন্ট শেয়ার বন্ধ করে দেয় ফেসবুক। টানা বেশ কয়েকদিন দেশটিতে বসবাসরত মানুষ ফেসবুকের মাধ্যমে কোনো সংবাদ পড়তে বা সংবাদমাধ্যমগুলোর  সাইটে ঢুকতে পারছিলেন না। এতে ফেসবুকের তীব্র সমালোচনা করে অস্ট্রেলীয় সরকার। সেসময় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে দেশটি।

নতুন পাস হওয়া এই আইনটিতে বলা হয়েছে, অর্থ ভাগাভাগি নিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং ফেসবুক, গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আলোচনার মাধ্যমে উভয়পক্ষ কোনো সমাধান বা সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে তাদেরকে আইন অনুযায়ী শুনানি বা বিচারের আওতায় আনা যাবে।

অস্ট্রেলিয়ার সরকারের দাবি, নতুন এই আইনের ফলে সংবাদমাধ্যম ও টেক জায়ান্টগুলোর মধ্যে যৌক্তিক দরকষাকষির সুযোগ সৃষ্টি হবে। আর এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে সংবাদ মাধ্যমগুলো।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ডিজিটল মাধ্যমে থাকা যেকোন খবর গুগল সার্চ করে পাঠকের সামনে তুলে ধরে। এছাড়া ওই সংবাদ গুগলের প্ল্যাটফর্মে থেকে যায়। সংবাদটি যদি খুব জনপ্রিয় হয়, তখন সেই সংবাদের জন্য গুগল বিজ্ঞাপনও পেতে শুরু করে। বড় বড় বিভিন্ন সংস্থা গুগলকে ওই সংবাদের জন্য বিজ্ঞাপন দেয়।

ফেসবুকে বিষয়টি আরও সহজ। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের নেটওয়ার্কে থাকা খবরগুলোর জন্য বিজ্ঞাপন সংগ্রহ করে। যে বিজ্ঞাপন তারা পায়, তার লভ্যাংশ অবশ্য কখনোই সংশ্লিষ্ট সংবাদসংস্থাকে দেয় না প্রতিষ্ঠানটি।

আর চিরাচরিত এই নিয়মটিই ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার নতুন আইন। অবশ্য হুমকি দিলেও গুগল এবং ফেসবুক ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদসংস্থা এবং সংবাদ সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে আলোচনা শুরু করেছে।

সূত্র: বিবিসি, ডয়চে ভেলে

টিএম