গত আট বছরে সরকারের প্রচেষ্টায় প্রায় দশ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে জানিয়ে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দারিদ্র্য দূরীকরণে ক্ষমতাসীন সরকারের নেওয়া সবচেয়ে বড় এই পদক্ষেপের বিজয় উদযাপনে রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী জুলাইয়ে শতবছর পূর্তি হবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির। তার আগে এই অর্থনৈতিক অর্জনকে জাতির কাছে জিনপিংয়ের উপহার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দেশটির সরকার।

বাৎসরিক মাথাপিছু আয় ৫২ হাজার ৪৭৫ টাকা বা তারও কমকে গ্রামীণ দরিদ্র হিসেবে সংজ্ঞায়িত করে বেইজিং।

গত বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি দুই পৃষ্ঠারও বেশিজুড়ে ছাপানো একটি মন্তব্য প্রতিবেদনে শি জিনপিংয়ের অধীনে দারিদ্র্য জয় করাকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে তুলে ধরে প্রশংসা করেছে।

দেশটির সরকারের দেওয়া হিসাবের বরাতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, গত আট বছরে চীনের গ্রামীণ এলাকাগুলোর ৯৮ দশমিক ৯৯ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন।    

চীন সরকারের দাবি, দেশের মোট ৮৩২টি কাউন্টির এক লাখ ২৮ হাজার গ্রামের মানুষ দারিদ্র্যের তালিকা থেকে মুক্ত হয়েছেন। আরও বলা হচ্ছে, গত আট বছরে বিশ্বে যত মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন তার ৭০ শতাংশের বেশি হয়েছে চীনে। 

বাৎসরিক মাথাপিছু আয় ৪ হাজার ইউয়ান (৬১৯ ডলার বা ৫২ হাজার ৪৭৫ টাকা) অথবা তারও কমকে গ্রামীণ দরিদ্র হিসেবে সংজ্ঞায়িত করে বেইজিং। ২০১২ সালেও এই সংজ্ঞা নির্ধারণে বাৎসরিক আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬২৫ ইউয়ান। 

অপরদিকে বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী যাদের বাৎসরিক আয় ৮৯৩ দশমিক ৫ ডলার বা তার কম তাদের গ্রামীণ দরিদ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 

এএস