ফাইলে সই করার আগে ভালো করে পড়ে দেখতে হবে। জেনে বুঝে সই করতে হবে ফাইলে। সই করে ‘পড়ে দেখিনি’ বলা চলবে না। বৃহস্পতিবার (১৮ আগস্ট)  রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন মন্ত্রীদের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৈঠকে মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিককে বিশেষ করে সতর্ক করেন মমতা। কিন্তু কেন মুখ্যমন্ত্রীর এ নির্দেশ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, ১১ বছর পর নিজের মন্ত্রীদের মন্ত্রিত্বের প্রাথমিক পাঠ কেন পড়াতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে?

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সম্ভবত গ্রেপ্তারের পর পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য থেকে শিক্ষা নিয়ে এ নির্দেশ দিয়েছেন মমতা। গ্রেপ্তারের পর ইডির জেরায় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, এসএসসির বিশেষ উপদেষ্টা কমিটির কাজ কী তা তার জানা ছিল না। যদিও উপদেষ্টা কমিটি গঠনের ফাইলে তার সই রয়েছে। 

পার্থের দাবি, শিক্ষাসচিবের পাঠানো ফাইল না দেখেই সই করেছেন তিনি। এর পরই বিরোধীরা দাবি করতে শুরু করেন, আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে কমিটি তাই দায় এড়াচ্ছেন পার্থ। এর জেরেই কি নিজের মন্ত্রীদের সতর্ক করলেন মমতা?

সূত্র : হিন্দুস্তান টাইমস 

আরএইচ