ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির একটি কারাগার থেকে চারশতাধিক কয়েদি পালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই কারাগারের কর্মকর্তারা।

যে কারাগারে এই ঘটনা ঘটেছে, সেটির অবস্থান দেশটির রাজধানী পুয়োর্তো প্রিন্সের অদূরে ক্রোয়েডিবোকেটস এলাকায়। হাইতির যোগাযোগমন্ত্রী ফ্রান্তজ এক্সানটাস শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবারের এই ঘটনায় ওই কারাগারের ৬ কয়েদি এবং কারা পরিদর্শক পল হেক্টর জোসেফসহ নিহত হয়েছেন ২৫ জন, আহত হয়েছেন শতাধিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে তারা প্রথমে কারাগারের ভেতরে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন। তার পরপরই কারাগারের প্রাচীর ও ফটক দিয়ে কয়েদিদের ছুটে বেরিয়ে যেতে দেখেন তারা।

ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েডিবোকেটসের ওই কারাগারটির ধারণক্ষমতা অনুযায়ী ৮৭২ কয়েদির সেখানে থাকার কথা, কিন্তু ওই কারাগারে রাখা হয়েছিল এর প্রায় দ্বিগুন, দেড় হাজারেরও বেশি সংখ্যক কয়েদিকে।

ফ্রান্তজ এক্সানটাস জানিয়েছেন, পলাতক কয়েদিদের ৬০ জনকে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের দরিদ্রতম দেশ হাইতিতে অবশ্য কারাগার থেকে কয়েদিদের পলায়ন নতুন কোনো ঘটনা নয়। ২০১৯ সালে হাইতির দক্ষিণাঞ্চলের অ্যাকুইন কারাগার থেকে ৭৮ কয়েদি পালিয়েছিল। তার দু’বছর আগে ২০১৭ সালে রাজধানী পুয়ের্তো প্রিন্সের উত্তরে আর্কাহাই কারাগার থেকে পালিয়েছিল দুই শতাধিক কয়েদি।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ