অযোধ্যা মন্দির তহবিলে ৪৫ দিনে ২১০০ কোটি রুপি
ভারতের সুপ্রিম কোর্ট গত বছর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের রায় দেওয়ার পর থেকে মন্দির নির্মাণ তহবিলে ২ হাজার ১০০ কোটি রুপি জমা পড়েছে। বিতর্কিত স্থানে মন্দির নির্মাণের জন্য গত ১৫ জানুয়ারি দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথম ৫ লাখ ১০০ রুপি দান করেছিলেন।
‘রাম মন্দির নিধি সমর্পণ’ নামক প্রচারণার সমাপ্তি ঘোষণা করে শনিবার এ কথা জানিয়েছে অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গ শাখা সম্প্রতি জানিয়েছিল, রাজ্যটিতে অর্থসংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ৫০ কোটি রুপি। গত ১৭ ফেব্রুয়ারি সেই লক্ষ্য পূরণ করেছে পরিষদ। তখনই দেশজুড়ে সংগৃহীত অর্থের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। মার্চের প্রথম দিনে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২ হাজার ১০০ কোটি রুপিতে।
মূলত বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গত বছর মকর সংক্রান্তির সময় এই অর্থ সংগ্রহের কাজ শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা এই কাজকে এক অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছে কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠন। ১৯৯২ সালে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে একদল হিন্দুত্ববাদী নেতা গোষ্ঠী অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল।
বিজ্ঞাপন
সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেন, ‘দেশের ৪০ লাখ কার্যকর্তা ১০ লাখ দল তৈরি করে বিশ্বের বৃহত্তম অর্থ সংগ্রহ প্রচারাভিযান চালিয়েছেন। গেছেন বিভিন্ন শহর ও গ্রামের মানুষের দরজায় দরজায়। যেভাবে সাধারণ মানুষ ভগবান রামের প্রতি তাদের ভক্তি প্রদর্শন করেছেন, তা অবাক করেছে সবাইকে।’
এই কর্মসূচি ঘোষণার সময় ১ হাজার ১০০ কোটি রুপি সংগ্রহের কথা বলা হলে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের ফলে সংগৃহীত অর্থের পরিমাণ ২ হাজার ১০০ কোটি রুপিতে পৌঁছেছে বলে দাবি সংগঠনটির।
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘দেশের প্রথম শ্রেণির নাগরিক থেকে শুরু করে একেবারে চরম ও অতিদরিদ্র মানুষটিও রাম মন্দির তৈরির কাজে নিজের সামান্য সঞ্চয় থেকে অর্থ সাহায্য করেছেন।’
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তহবিলে দান করার পর নানা মহল থেকে রামমন্দির নির্মাণের অর্থ এসেছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী, সাবেক ক্রিকেটার ও চলচ্চিত্রভিনেতাসহ অনেকেই এই তহবিলে অর্থ দান করেছেন।
এএস