যারা হ্জ করবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করবে সৌদি আরব। অর্থাৎ যারা মহামারি এই ভাইরাসের টিকা নেবেন না তারা হয়তো এবার পবিত্র হজ আদায় করার সুযোগ পাবেন না। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে এ ঘোষণা ও নির্দেশ জারি করেছেন।

সৌদি আরবের ইংরেজি ভাষার দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, হজের অনুমতি পাওয়ার পূর্বশর্ত হবে করোনাভাইরাসের টিকা নেওয়া।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হজের আগে কর্তৃপক্ষকে অবশ্যই মক্কা ও আল-মদিনায় স্বাস্থ্যখাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা হজ করবেন তাদের করোনা টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা। 

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ

আল-রাবিয়াহকে উদ্ধৃত করে দেশটির আরবি ভাষার দৈনিক ওকাজ জানিয়েছে, ‌‘‌যারা হজ আদায় করতে চান তাদের জন্য করোনাভাইরাসের টিকা পূর্বশর্ত হিসেবে উল্লেখ করুন।’

এএস