ভারতের পশ্চিমবঙ্গে নিয়োগে দুর্নীতি করে বাংলাদেশি লোককে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রঞ্জন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শুভেন্দু এই অভিযোগ করেন। এর আগে রাজ্যের সাবেক মন্ত্রী উপেন বিশ্বাসের একটি ভিডিও বার্তায় সামনে আসে রঞ্জনের নাম।

শুভেন্দু বলেন, ‘আপনাদের বনগাঁ-বাগদা তো বিখ্যাত হয়ে গেছে! টাকা তোলার মেশিন নাকি এখানে আছে। বিখ্যাত রঞ্জন।’

অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারকে এক হাত নেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বীরভূমের মাড়গ্রামে দলীয় এক কর্মসূচিতে তিনি বলেন, ‘যাদের স্কুল কিংবা মাদ্রাসায় শিক্ষক হওয়ার কথা ছিল, তাদের চাকরি সব লুট হয়েছে। একজন মাত্র ধরা পড়েছে, মমতার পোষা আরও অনেকজন লুকিয়ে আছে। তাদের টেনে হিঁচড়ে বের করে আনতে হবে।’

এমএ