ভারতে হোস্টেলে ঢুকে ছাত্রীদের নগ্ন নাচে বাধ্য করল পুলিশ
হোস্টেলে ঢুকে ছাত্রীদের নগ্ন নাচে বাধ্য করার গুরুতর অভিযোগ উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। দেশটির মহারাষ্ট্র প্রদেশের একটি ছাত্রী হোস্টেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হোস্টেলের ভেতরে পুলিশসহ অন্যান্য মানুষের প্রবেশ এবং নগ্ন হয়ে ছাত্রীদের নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় রাজ্য বিধানসভায় শোরগোলের সৃষ্টি হয়েছে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশও।
বিজ্ঞাপন
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের মহারাষ্ট্র প্রদেশের জলগাও এলাকায় অবস্থিত ‘আশাদ্বীপ উইমেনস হোস্টেলে’ বসবাসকারী ছাত্রীরা পুলিশের বিরুদ্ধে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেন।
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, তদন্তের নাম করে বেশ কিছুদিন ধরে পুলিশ ও বাইরের কিছু লোক হোস্টেলে ঢুকে তাদের সঙ্গে অশালীন আচরণ করছে। হোস্টেলে এসে জোর করে ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করছে। ভয় দেখিয়ে মেয়েদের নগ্ন করে নাচতেও বাধ্য করা হচ্ছে। এমনকি ছাত্রীদের এই নাচ অভিযুক্তরা ভিডিও করছেন বলেও অভিযোগ করেন তারা।
সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি হয়। এই ইস্যুতে বিধানসভায় প্রতিবাদে সরব হয় বিরোধীরা। প্রথমে বিজেপির আইনপ্রণেতা সুধীর মুঙ্গান্তিওয়ার বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন। একপর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করে পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
খুব দুর্ভাগ্যজনক ঘটনা। চার সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই তদন্ত করবেন। দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট দেখেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
তার দাবি, ‘অভিযোগ সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিও জব্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী ছাত্রীদের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এখন চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ টাইমস অব ইন্ডিয়া
টিএম