আর কিছুদিন পরেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে শুরু হচ্ছে ‘বিশ্বকাপ ফুটবল : ২০২২’র আসর। এই বিশ্বকাপ উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব দর্শক আসবেন, তারা চাইলে মাল্টিপল ট্যুরিস্ট ভিসার আওতায় প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে ৯০ দিনের বেশি থাকতে পারবেন বলে আগেই ঘোষণা দিয়েছিল আমিরাতের সরকার।

আমিরাতের সরকারের পক্ষ থেকে এ প্রসঙ্গে আরও বলা হয়েছিল, হায়া কার্ডধারী বিদেশি দর্শকরা ১ নভেম্বর থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সেই অনুযায়ী আজ মঙ্গলবার থেকে দেশটির পরিচিতি, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষ্যে আমিরাতে আসতে আগ্রহী দর্শকদের ভিসার আবেদন গ্রহণ করা শুরু করেছে। আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে আরও বলা হয়েছে, কেবলমাত্র হায়া কার্ডধারী বিদেশিদের আবেদনই গ্রহণ করছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের জ্বালানিসম্পদ সমৃদ্ধ দেশ কাতারের আয়তন মাত্র ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার। বিশ্বকাপের আয়োজক দেশ হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে লাখ লাখ দর্শক কাতারে আসবেন এই আসর উপভোগ করতে— ভৌগলিক সীমাবদ্ধতার কারণেই তাদের একটি উল্লেখযোগ্য অংশকে নিজেদের সীমানায় রাখা সম্ভব হবে না কাতারের পক্ষে।

এই পরিস্থিতিতে কাতারকে সহায়তা করতে প্রতিবেশী দেশ আমিরাত ঘোষণা দেয়— আগ্রহী দর্শকরা চাইলে আমিরাতের বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করতে পারবেন এবং হায়া কার্ডধারী যেসব দর্শক মাল্টিপল ট্যুরিস্ট ভিসার আওতায় আবেদন করবেন, তাদেরকে ৯০ দিনেরও বেশি সময় আমিরাতে অবস্থান করার অনুমতি দেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব হায়া কার্ডধারী দর্শক আমিরাতের ভিসা পেতে আগ্রহী, তারা www.icp.gov.ae ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন করতে পরবেন। এই সাইটে ঢুকলে ‘স্মার্ট চ্যানেল’ নামে একটি বিভাগ দেখতে পাবেন তারা; তারপর সেখানকার ‘পাবলিক সার্ভিস’ উপবিভাগে ঢুকলেই ‘হায়া কার্ড হোল্ডার্স’ নামে আরও একটি উপবিভাগ পাওয়া যাবে। হায়া কার্ড হোল্ডার্সে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পরই আবেদনকারী আমিরাতে প্রবেশ ও অবস্থানের অনুমতি পাবেন। ভিসা আবেদনের গোটা প্রক্রিয়ায় খরচ হবে ১০০ দিরহাম।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, বিশ্বকাপের আসর উপভোগ করতে আসা যেসব বিদেশি দর্শক দীর্ঘদিন আমিরাতে অবস্থান করতে চান, তাদেরকে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফের আবেদন করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেই আবেদন মঞ্জুরও করা হবে। মেয়াদ বাড়ানোর আবেদনকারীদের অতিরিক্ত অর্থ ব্যায় করতে হবে না বলেও উল্লেখ করেছেন কর্মকর্তারা।  

হায়া কার্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারের মাটিতে এন্ট্রি পারমিট হিসাবে কাজ করবে। এই কার্ডধারী নিজের সঙ্গে আরও তিনজনকে নিতে পারবেন কাতারে। সম্প্রতি কাতারের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটির মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসির আল-জামাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার পর, দর্শকদেরকে এই হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে। এই কার্ড সঙ্গে থাকলে ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহারসহ আরও বিভিন্নরকম সুবিধা দেবে আয়োজকরা।

এসএমডব্লিউ