যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে রিপাবলিকানদের অর্থ সংগ্রহ বন্ধ করতে বলা হয়েছে। রিপাবলিকানের তিনটি গ্রুপ অর্থ সংগ্রহ করছে বলে শনিবার (৬ মার্চ) অভিযোগ করেছেন ট্রাম্পের এক উপদেষ্টা। 

ট্রাম্পের ওই উপদেষ্টা পলিটিকোকে বলেছেন, শুক্রবার ট্রাম্পের আইনজীবী অর্থ সংগ্রহ বন্ধ করতে এবং তার নাম ব্যবহার না করতে রিপাবলিকান ন্যাশনাল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেস ক্যাম্পেইন ও ন্যাশনাল রিপাবলিকান সিনেট ক্যাম্পেইনকে চিঠি দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার নাম ব্যবহারের বিষয়ে খুবই সেনসিটিভ বলেও ওই উপদেষ্টা জানান। তিনি জানান, এ তিনটি গ্রুপের আইনপ্রণেতারা ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পকে অভিসংশন করতে ডেমোক্র্যাটদের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

ট্রাম্প তার ‘সেভ আমেরিকা সুপারপ্যাক’ নামের সংস্থার মাধ্যমে দলের জন্য অর্থ সংগ্রহ করছেন। ওই অর্থ তিনি ২০২২ সালের কংগ্রেসের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জন্য ব্যয় করবেন। 

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে ফ্লোরিডার পাম বিচে বসবাস করছেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ট্রাম্প আগেই ঘোষণা করে রেখেছেন ২০২৪ সালে আবারও নির্বাচনে লড়বেন। 

এসএসএইচ