সব কিছু সেরে বিমানে উঠে জানালেন করোনা পজিটিভ তিনি
বোর্ডিং সম্পন্ন হয়েছে আগেই। যাত্রীরা নিজ নিজ আসনে বসেও পড়েছেন। বিমানবালাদের নির্দেশ মতো সকলেই নিজ নিজ সিট বেল্ট বাঁধায় ব্যস্ত। বিমান উড্ডয়নের (টেক অফ) জন্য প্রস্তুত। ককপিটে পাইলট চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ই ঘটে গেল আশ্চর্য ঘটনা। সকলকে হতবাক করে এক যাত্রী ঘোষণা করলেন, ‘আমি কোভিড পজিটিভ!’
যাত্রীর এই বক্তব্যে মুহূর্তের জন্য তাজ্জব বনে যান বিমানে উপস্থিত যাত্রী-ক্রুসহ সকলেই। নিজের বক্তব্যের সমর্থনে নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্টও দেখান ওই যাত্রী। অনুরোধ করেন বিমানটি উড্ডয়ন না করতে।
বিজ্ঞাপন
ফলে তাৎক্ষণিকভাবে বিমানের উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে তাকে বিমানবন্দরের মেডিকেল টিমের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে পুনেগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ৬ই-২৮৯ নম্বরের ওই ইন্ডিগো বিমানটি দিল্লি থেকে পুনের উদ্দেশে রওয়ানা দিচ্ছিল। এক যাত্রী নিজেকে করোনা পজিটিভ দাবি করার পর নিরাপত্তার স্বার্থে ককপিট থেকে বিমানবন্দর কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
বিজ্ঞাপন
এরপরই বিমানের ছয় থেকে আট নম্বর আসনের যাত্রীদের একে একে নেমে যেতে বলেন কেবিন ক্রুরা। এই আসনগুলোতে বসে থাকা যাত্রীদের মধ্য়েই একটি আসনে ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগী। পরে বিমানবন্দর থেকে করোনা আক্রান্ত ওই রোগীকে নেওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে।
কোভিড রোগীকে তো বিমান থেকে নামিয়ে দেওয়া হলো। এরপর কী হবে! অন্য যাত্রীরা তো তাদের গন্তব্যে যেতে চান। আর তাই পুনরায় উড্ডয়নের আগে সংশ্লিষ্ট ওই আসনগুলো জীবানুমুক্ত করা হয়। এরপর সকল যাত্রীকে দেওয়া হয় পিপিই সরঞ্জাম।
করোনায় সতর্কতার কারণে যাত্রীদের নিরাপত্তায় নেওয়া ইন্ডিগোর এই প্রচেষ্টার প্রশংসা করেছেন যাত্রীরা। যদিও পুরো ঘটনায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
এ ঘটনায় ৯০ মিনিট বিলম্ব হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে বিমানটি পুনের উদ্দেশে দিল্লি ত্যাগ করে। অবশ্য ফ্লাইটে কতোজন যাত্রী বা ক্রু ছিলেন, সেটা স্পষ্ট করে জানায়নি ইন্ডিগো কর্তৃপক্ষ।
টিএম