কারাগারে নির্যাতনে সু চির দলের নেতার মৃত্যু
খিন মং লাতের জানাযায় দলের কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) একজন কর্মী পুলিশের হেফাজতে মারা গেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। ৫৮ বছর বয়সী খিন মং লাত এনএলডির ইয়াঙ্গুনের স্থানীয় শাখার সভাপতি ছিলেন।
গত ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনাভিযান চালাচ্ছে তারই অংশ হিসেবে শনিবার ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এনএলডির এক নেতা বলছেন, কারাগারে তাদের সহকর্মীকে নির্যাতন করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের পাবেদান ডিস্ট্রিক্ট থেকে খিন মংকে গ্রেপ্তার করা হয়। তবে পাবেদান পুলিশ স্টেশনের একজন কর্মকর্তার সঙ্গে খিন মংয়ের মৃত্যুর বিষয়ে রয়টার্স জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে জানার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি ফোন কলের কোনো সাড়া দেননি। রক্তমাখা কাপড়সহ খিন মংয়ের মরদেহের একটি ছবি দেখার কথা নিশ্চিত করেছে রয়টার্স।
বিজ্ঞাপন
মিয়ানমারের বিলুপ্ত হওয়া পার্লামেন্টের এক সদস্য সিথু মং ফেসবুকে দেওয়া পোস্টে জানান, খিন মং ছিলেন তার প্রচার ব্যবস্থাপক। শনিবার দিবাগত রাতে ইয়াঙ্গুনের পাবেদান জেলা থেকে তাকে আটক করা হয়েছিল। ওই রাতেই তার মৃত্যু সংবাদ পাওয়া যায়।
বিক্ষোভকারীদের ধরতে শনিবার ইয়াঙ্গুনে রাতভর বাড়িতে বাড়িতে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার ও ধরপাকড় অভিযান চালায়। অভ্যুত্থান হওয়ার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত এক হাজার ৭০০ এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।
দ্য অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) আরও বলেছে, অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকারের দমনাভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এএস