ভারতের মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, ছবি : খালিজ টাইমস

মহাকাশ গবেষণা ও এই সংক্রান্ত অভিযান পরিচালনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথতা ও সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়াতে চায় ভারত। ভারতের কেন্দ্রীয় সরকারের মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মঙ্গলবার আমিরাতকে এই প্রস্তাব দিয়েছেন।

দুইদিনের সরকারি সফরে আমিরাত গিয়েছেন ড. জিতেন্দ্র সিং। মঙ্গলবার রাজধানী আবুধাবিতে আয়োজিত ‘আবুধাবি স্পেস ডিবেট’ নামের এক আলোসভায় তিনি বলেন, ‘মহাকাশ গবেষণায় আমিরাতের সঙ্গে আমাদের ইতোমধ্যে একপ্রকার অংশিদারিত্বমূলক সম্পর্ক স্থাপিত হয়েছে। ২০১৭ সালে আমরা যখন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) উৎক্ষেপণ করেছিলাম, তার প্রায় কাছাকাছি সময়ে আমিরাতও তাদের প্রথম ন্যানো স্যাটেলাইট নাইফ-১ মহাকাশে পাঠিয়েছিল।’

‘বিশ্বের যে সব দেশ মহাকাশ সংক্রান্ত গবেষণাকে খুবই গুরুত্ব দেয়, ভারত তাদের মধ্যে অন্যতম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বাস করেন, মহাকাশ গবেষণায় ভারত এবং আমিরাতের পারস্পরিক সহযোগিতা এই গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ আমিরাতও যে মহাকাশ গবেষণাকে গুরুত্ব দেয়— ‘আবুধাবি স্পেস ডিবেট’ আলোচনা সভার আয়োজনকে তার একটি নির্দশন বলে উল্লেখ করেন ড. জিতেন্দ্র সিং। এই সভা আয়োজনের জন্য আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দনও জানান তিনি।

এশিয়ায় ভারতের পর আমিরাতই একমাত্র দেশ, যারা প্রথমবারের চেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপথে নভোযান পাঠাতে পেরেছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা গত বেশ কয়েক দশক ধরে মহাকাশ সংক্রান্ত গবেষণা করছি। দীর্ঘ এই গবেষণার পথে আমাদের উল্লেখযোগ্য বিভিন্ন অর্জনও রয়েছে। ভারতের বিজ্ঞানীদের অক্লান্ত শ্রম-নিষ্ঠা এবং সরকারের প্রতিশ্রুতির ফলেই এসেছে এসব অর্জন।’

‘আমরা আমাদের এই অর্জনের সুফল অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা মনে করি, যেসব দেশ মহাকাশ গবেষণাকে গুরুত্ব দেয়, তাদের সঙ্গে যৌথ ও অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপিত হলে চুড়ান্ত বিচারে তা মানব সভ্যতার জন্য কল্যাণ বয়ে আনবে।’

সূত্র : খালিজ টাইমস

এসএমডব্লিউ