ছবি : এএনআই

পাকিস্তান ও ভারতের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা মাদক পাচারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার করছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাম্প্রতিক এক টুইটবার্তায় জানা গেছে এ তথ্য।

সম্প্রতি ভারতের পাঞ্জাব প্রদেশের ফাজিলকা জেলার পাকিস্তান সীমান্তবর্তী বারিকে গ্রামে একটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর সেই ড্রোনটি তল্লাশি করে সেখান থেকে একটি চালানের প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত সেই প্যাকেটটি খোলার পর সেখান থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। বর্তমান বাজারে এই পরিমাণ হেরোইনের মূল্য ১০০ কোটি টাকারও বেশি।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ফাজিলকা জেলার এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিএসএফের পাঞ্জাব শাখা থেকে দেওয়া এক টুইটবার্তা জানানো হয়েছে এসব তথ্য। টুইটবার্তায় অবশ্য গ্রেপ্তার ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

বিএসএফের টুইটবার্তায় বলা হয়, ’১৪ ডিসেম্বর ২০২২, দিবাগত রাতে ফাজিলকা জেলা বিএসএফের রক্ষীরা ভারতের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ভিনদেশি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি পতিত হয়েছিল বারিকে গ্রামে।’

‘বারিকেতে গিয়ে সরেজমিনে পরীক্ষা করে জানা যায়, সেটি ছিল একটি পাকিস্তানি ড্রোন। ড্রোনটির ভেতরে থাকা একটি চালানের প্যাকেটও জব্দ করা হয়েছে। মোট ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে প্যাকেটটিতে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফাজিলকা পুলিশ।’

সূত্র : এএনআই

এসএমডব্লিউ