মোটরসাইকেল চালিয়ে একটানে উঠলেন খাড়া পাহাড়ে, ভাইরাল ভিডিও
মোটরসাইকেলে স্টার্ট দিয়ে একটানে খাড়া পাহাড়ের চুড়ায় ওঠার একটি ভিডিওচিত্র সম্প্রতি ভাইরাল হয়েছে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৯ ডিসেম্বর লো প্লাস ভাইরাল নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে চিত্রটি।
২৫ সেকেন্ডের সেই ভিডিওচিত্রে শুরুতে দেখা যায়, খাড়া পাথুরে একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মোটরসাইকেলে স্টার্ট দিচ্ছেন এক ব্যক্তি। স্টার্ট নেওয়ার পরই একটানে পাহাড়টিতে উঠতে থাকেন তিনি এবং দ্রুত সেই পাহাড়টির চুড়ায় পৌঁছে যান।
বিজ্ঞাপন
— Lo+Viral (@TheBest_Viral) December 28, 2022
দৃশ্যটি রীতিমতো লোমহর্ষক। কারণ বাইকের চাকা হড়কানোর যথেষ্ট সম্ভাবনা ছিল এবং একবার যদি চাকা হড়কে যেত, সেক্ষেত্রে আরোহীকে আর খুঁজে পাওয়ার কোনো উপায় ছিল না।
কিন্তু আরোহী বেশ সফলভাবেই কাজটি করেছেন; এবং ভিডিও দেখে বোঝা যায় এর আগেও এমন স্টান্ট বেশ কয়েকবার করার অভিজ্ঞতা আছে তার।
বিজ্ঞাপন
লো প্লাস ভাইরাল নামের হ্যান্ডেলটিতে টুইট হওয়া সেই ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘মাঝেমাঝে অসম্ভবও সম্ভব হয়।’ টুইটার হ্যান্ডেলটিতে ভিডিও শেয়ার হওয়ার পর ইতোমধ্যে ১ লাখ মানুষ সেটি দেখেছেন, ‘লাইক’ বাটনে চাপ দিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।
লো প্লাস ভাইরাল মোটরসাইকেল চালকের ছবি-নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। যেসব ব্যবহারকারী দৃশ্যটি দেখেছেন কিংবা ‘লাইক’ দিয়েছেন, তাদের অনেকে দুঃসাহসী বাইকচালকের এই নৈপুন্যে ব্যাপক বিস্ময় প্রকাশ করেছেন চালকের প্রশংসাও করেছেন তারা।
রেড রিভার নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমি নিজে বিভিন্ন সময়ে মোটরসাইকেলে স্টান্ট করি, কিন্তু এটা রীতিমতো অবিশ্বাস্য ছিল।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ ঈশ্বর! এই বাইকচালক তো মধ্যাকর্ষণ শক্তিকে পেছনে ফেলে দিয়েছে।’
এসএমডব্লিউ