সুইডেনে মিলল গাড়ি তৈরির ‘বিরল’ উপাদান
বৈদ্যুতিক গাড়ি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান ‘আর্থ অক্সাইডের’ বড় খনির সন্ধান পাওয়া গেছে ইউরোপের দেশ সুইডেনে।
বার্তাসংস্থা এএফপি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এটি একটি ‘বিরল’ পার্থিব উপাদান। যা চীনে পাওয়া যায়। এখন সুইডেনে এ উপাদানের সন্ধান মেলায় চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর আশা করছে ইউরোপ।
বিজ্ঞাপন
এএফপি আরও জানিয়েছে, সুইডেনের খনিতে পাওয়া আর্থ অক্সাইডের পরিমাণ এক মিলিয়ন টনেরও বেশি।
সুইডেনের খনি সম্পদ উত্তোলনকারী সংস্থা এলকেএবি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের একটি লোহার খনির পাশেই আর্থ অক্সাইড খনিটির সন্ধান মিলেছে। যেটিতে এক মিলিয়ন টনেরও বেশি বিরল এ উপাদান পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এলকেএবি প্রধান নির্বাহী জান মোস্তারম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ইউরোপে বিরল আর্থ অক্সাইডের সবচেয়ে বড় অংশ এটি। পরিবেশ বান্ধব গাড়ি তৈরিতে এ উপাদান অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এ উপাদানের সরবরাহের সমস্যা আছে। এটি ছাড়া আমরা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে পারব না।’
যদিও ইউরোপে এটি আর্থ অক্সাইডের সবচেয়ে বড় অংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে থাকা ১২০ মিলিয়ন টন আর্থ অক্সাইডের তুলনায় এটি এক শতাংশেরও কম।
২০২১ সালে ইউরোপিয়ান কমিশন জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর গাড়ি শিল্পে ব্যবহৃত আর্থ অক্সাইডের ৯৮ শতাংশই চীন থেকে আমদানি করা হয়েছে। ওই সময় ইউরোপে এই উপাদান খুঁজে বের করতে জোর আরোপ করেছিল সংস্থাটি।
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রাকৃতিক সম্পদ আহরণে সবার চেয়ে এগিয়ে আছে সুইডেন। ইইউর মোট লোহা উৎপাদনের ৯০ ভাগই আসে স্ক্যানডেনিভিয়ান অঞ্চলের দেশটি থেকে। জিংক উৎপাদনেও সবার উপরে রয়েছে দেশটি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সোনা ও তামাও আহরণ করে সুইডিশ কোম্পানিগুলো।
সূত্র: এএফপি
এমটিআই