পেট্রলে মেশানোর জন্য ভারত থেকে ইথানল আমদানি করতে চায় বাংলাদেশ
পরিবেশ দূষণ রোধ আর উচ্চ মূল্যের ফলে অদূর ভবিষ্যতে দুই চাকার মোটরসাইকেল আর চার চাকার গাড়ি সবুজ হাইড্রোজেন, ইথানল এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) নির্ভর হতে পারে। জ্বালানি হিসেবে পেট্রলের জায়গা নিতে পারে পরিবেশবান্ধব এসব রাসায়নিক উপাদান। ভারতে ইতোমধ্যে বিকল্প হিসেবে অধিক পরিমাণ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের চিন্তা-ভাবনাও শুরু হয়েছে।
বৃহস্পতিবার সেই পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি। আগামী কিছুদিনের মধ্যে ভারতজুড়ে ইথানলের পাম্প বসানোর বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হবে।
বিজ্ঞাপন
পেট্রলের বিকল্প এই জ্বালানি ভারতের কাছ থেকে বাংলাদেশ আমদানি করতে চায় বলেও জানিয়েছেন। নীতিন গডকরি বলেছেন, ভারতের কাছ থেকে ইথানল আমদানি করার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, জ্বালানি ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাও ভারতের কাছ থেকে ইথানল আমদানি করতে চায় বলে জানিয়েছেন তিনি।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তিনি ইথানল নিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ— উভয় দেশের সরকারের সাথে আলোচনা করেছেন। দিল্লিতে জৈব জ্বালানিবিষয়ক সিআইআই সম্মেলনে গডকরি বলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি শ্রীলঙ্কার মন্ত্রীর সাথেও এই বিষয়ে আলোচনা করেছি। দুই দেশই পেট্রলে মিশ্রণের জন্য ভারতের কাছ থেকে ইথানল আমদানির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
নীতিন গডকরি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে একটি বৈঠক করবেন। বৈঠকে ভারতে ইথানলের পাম্প শুরু করার জন্য একটি নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা হবে।
ভারতের এই মন্ত্রী বলেন, ইথানলের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। তিনি বলেন, ভারতের সরকার ইথানল বেশি পরিমাণে কিনতে আগ্রহী এবং বিকল্প জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করার ব্যাপারেও দৃঢ়প্রত্যয়ী।
নীতিন গডকরি বলেন, সবুজ জ্বালানির কল্যাণে দূষণ সমস্যাও সমাধান হতে চলেছে।
ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশে পেট্রলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার করা হয়। এই দুই দেশের পেট্রলের সঙ্গে খুব বেশি মাত্রায় ইথানল মেশানো হয়। চলতি বছরে ভারতের বাজারে ২৩ শতাংশ ইথানল মিশ্রিত পেট্র্রল আসতে পারে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ইথানল কী?
ইথানল হল এক ধরনের জৈব জ্বালানি; যা আখ এবং ভুট্টার গাঁজন থেকে তৈরি হয়। মূলত গুড় থেকে তৈরি ইথানল প্রচলিত পেট্রল এবং ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে কাজ করে। এছাড়া ইথানল পোড়ালে কোনও কণা বাতাসে নির্গত হয় না।
পোড়া ইথানল কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও ফরমালডিহাইড নির্গত করে। এই জ্বালানি জ্বীবাশ্ম জ্বালানির তুলনায় নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ হ্রাস করে। এভাবে ইথানল পরিষ্কার এবং একটি পুনর্নবায়ণযোগ্য শক্তি হিসেবে কাজ করে। এছাড়া পেট্রল ও ডিজেলের তুলনায় ইথানল কম দূষণ ছড়ায়। সহজে এই জ্বালানি এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়।
সূত্র: পিটিআই।
এসএস