সংগৃহীত

মেয়েকে পিঠে বসিয়ে শরীরচর্চা করছেন বাবা। দিচ্ছেন একের পর এক পুশ আপ। ৫৭ বছর বয়সী বাবা আর ছোট্ট শিশুর এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় গণমাধ্যম আজতাক সূত্রে জানা যায়, ভিডিওটি পোস্ট করেন সন্দীপ মল নামের এক ব্যক্তি। যিনি পেশায় একজন ব্যবসায়ী। একইসঙ্গে একজন জিম প্রশিক্ষক।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, একবারে যদি ১৫টি পুশ আপ করেন, সেক্ষেত্রে কিছুটা ভার বহন করা উচিত। আগামী তিন বছরের মধ্যে আমার মেয়ে ১৮ কেজির হবে, আর আমি ৬০-এ পা দেব। আমি চাই, সেই সময়েও এই ভাবে মেয়েকে পিঠে নিয়ে শরীরচর্চা করতে।

১২ সেকেন্ডের ভিডিওটি নেটিজেনদের মনও জয় করেছে। কারণ সমাজের চিরন্তন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন ৫৭ বছর বয়সী এই বাবা। এই বয়সেও কত সুন্দরভাবে সন্তানের দেখভাল করে যাচ্ছেন তিনি। 

এমজে