করোনার অবনতি: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। ভারতও এর ব্যতিক্রম নয়। দেশটিতে আবারও উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। এই পরিস্থিতিতে আবারও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় ভার্চ্যুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কয়েক দফায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই ধরনের বৈঠক করেছেন মোদি। সর্বশেষ গত জানুয়ারি মাসে এই বৈঠক হয়েছিল। তারপর টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় দেশব্যাপী ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু গত কয়েকদিনে ভারতের মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক এবং পাঞ্জাব রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিজ্ঞাপন
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২৬ হাজার ২৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৮৫ দিনের মধ্যে দৈনিক সংক্রমণের হিসেবে যা ছিল সর্বোচ্চ। এছাড়া মৃতের সংখ্যা ছিল ১১৮ জন। তবে মঙ্গলবার কিছুটা কমে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৯২ জনে। একদিনে মারা গেছে আরও ১৩১ জন।
বিজ্ঞাপন
বুধবারের ওই বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি টিকাদান কর্মসূচি নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
এদিকে পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভার ভোটকে কেন্দ্র করে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে। এ কারণে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি হতে পারে বলে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোটের প্রচারে জনসমাগম এবং মাস্কের ব্যবহার প্রায় বন্ধ করে দেওয়ার চিত্র আশঙ্কা আরও বাড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের ধারণা, নির্বাচনের পর করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান প্রায় দ্বিগুন হারে বাড়বে। তবে টেস্টের পরিমাণ কমে যাওয়ায় দেশটিতে করোনায় আক্রান্ত নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলেও মনে করছেন অনেকে।
ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জনে। সুস্থ হয়েছেন মোট ১ কোটি ১০ লাখ ২৭ হাজার ৫৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৮৫৬ জন।
অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৪৩২ জন করোনার টিকা নিয়েছেন। করোনার সংক্রমণ বাড়ায় সোমবার থেকে আগামী ২১ তারিখ পর্যন্ত নাগপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
টিএম