টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত গুজরাটের মন্ত্রী
গত শনিবার টিকা নিয়েছিলেন গুজরাটের ক্রীড়া প্রতিমন্ত্রী ঈশ্বরসিন প্যাটেল
কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ঈশ্বরসিন প্যাটেল। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। গত ১৩ মার্চ শনিবার টিকা নিয়েছিলেন ঈশ্বরসিন।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ঈশ্বরসিন। গুজরাটি ভাষায় করা ওই টুইটে তিনি জানান, তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোভিড টেস্ট করানোর পরামর্শও দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২৬ হাজার ২৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৮৫ দিনের মধ্যে দৈনিক সংক্রমণের হিসেবে যা ছিল সর্বোচ্চ। এছাড়া মৃতের সংখ্যা ছিল ১১৮ জন। তবে মঙ্গলবার কিছুটা কমে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৯২ জনে। একদিনে মারা গেছে আরও ১৩১ জন।
বিজ্ঞাপন
এছাড়া গুজরাটে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে মারা গেছেন চার হাজার ৪২৫ জন। সোমবার পর্যন্ত সেখানে ১ লাখ ৭ হাজারের বেশি মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কিন্তু টিকাকরণের পরেও রাজ্যের মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গুজরাটের স্বাস্থ্যমহলে।
এদিকে ভারতের করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় দেশটির সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় ভার্চ্যুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কয়েক দফায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই ধরনের বৈঠক করেছেন মোদি। সর্বশেষ গত জানুয়ারি মাসে এই বৈঠক হয়েছিল। তারপর টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় দেশব্যাপী ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
কিন্তু গত কয়েকদিনে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বুধবারের ওই বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি টিকাদান কর্মসূচি নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
টিএম