আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে মোদি বলেছেন, ‘লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে আয়োজিত জনসভায় একথা বলেন মোদি।

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জিতে বড় সাফল্য পায় বিজেপি। লোকসভা নির্বাচনের সাফল্য সামনে রেখে এবার বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যটি দখলে আদা-জল খেয়ে নেমেছে দলটি। তবে গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভালো ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে ৭টিই পায় মমতার দলটি। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয়েছিল বিজেপিকে।

অবশ্য বৃহস্পতিবার সেই পুরুলিয়াতেই আয়োজিত সমাবেশে ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাকে একহাত নেন মোদি। তিনি বলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে।’

মমতাকে উদ্দেশ করে মোদি আরও বলেন, গরিবের টাকা লুট করেছে তৃণমূল। তৃণমূল নিজের খেলায় মত্ত। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। দিদি, অত্যাচার অনেক করেছেন। ভয় দেখানোই আপনার অস্ত্র। পশ্চিমবঙ্গের মানুষ এবার রুখে দাঁড়াবে। মানুষ তোমাদের পরাজিত করবে। সিন্ডিকেটবাজ, কাটমানিওয়ালা, তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ।

মমতাকে আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি, এখানকার মানুষ আপনার কাছে জবাব চায়। দিদিকে জবাব দিতে হবে। দিদিকে কাজের হিসাব দিতে হবে। বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারল না তৃণমূল। এখন বলছে, উন্নয়নের কথা। পুরুলিয়াবাসীকে ভরসা দিতে এসেছি আজ। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে আপনাদের সমস্যা দূর করা হবে। এখানে উন্নয়ন হবে।’

তৃণমূলের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়ারও অভিযোগ করেছেন মোদি। তার দাবি, ‘নিজেদের সুবিধার জন্য মাওবাদীদের প্রশ্রয় দিয়েছে তৃণমূল সরকার।’

মোদি বলেন, দিদিও বাংলার মেয়ে, দেশের মেয়ে। তার সম্মান রক্ষা করা আমাদেরও দায়িত্ব। মমতা দিদির যখন চোট লাগে আমাদেরও চিন্তা হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে উনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। বাংলা তখনই অগ্রগতি দেখবে যখন সকলে এক যোগে কাজ করবে। কিন্তু বাংলায় সেটা হয় না।

টিএম