ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্ঞ্জোমিন নেতানিয়াহুর একটি নগ্ন মূর্তি ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। রাজধানী তেলআবিবের হাবিমা স্কয়ারের প্রাণকেন্দ্রে বুধবার সকালের দিকে আচমকা এই নগ্ন মূর্তি দেখতে পান অনেক পথচারী। পরে পুলিশের উপস্থিতিতে তেলআবিব পৌর পরিদর্শকরা ঘটনাস্থল থেকে মূর্তিটি অপসারণ করলেও কে বা কারা এটি তৈরি করেছে তা এখনও জানতে পারেনি। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের হাবিমা স্কয়ারে বুধবার সকালের দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি নগ্ন মূর্তি দেখতে পায় পুলিশ। কাঠের একটি ভাঙাচোরা টেবিলের ওপর পুরো নগ্ন নেতানিয়াহুর মূর্তি এমনভাবে রাখা হয়েছে; যা দেখে অনেকের মনে হবে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে পড়েছেন তিনি।

দেশটিতে জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই মূর্তি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার সকালের দিকে তেলআবিব পৌর কর্তৃপক্ষের পরিদর্শকরা মূর্তিটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন। এ সময় পথচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ব্রোঞ্জের তৈরি মূর্তিটির উচ্চতা পাঁচ মিটার এবং ওজন ছিল প্রায় ৬ টন। মূর্তিটির শরীরে লেখা রয়েছে, ‌‘ইসরায়েলি নায়ক।’

তেলআবিবের প্রশাসন বলছে, মূর্তিটি রাস্তায় স্থাপন করায় সেটি পথচারীদের জন্য ঝুঁকি তৈরি করেছে। এছাড়া অনুমতি ছাড়া রাস্তায় স্থাপন করায় সেটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব পুলিশ।

তবে কোন শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন তা এখনও জানা যায়নি। এর আগে, গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমের প্যারিস স্কয়ারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নেতানিয়াহুবিরোধীদের মূর্তি নির্মাণ করেছিলেন তেলআবিবের শিল্পী ইতাই জালাইত।

এসএস