মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক
মিয়ানমারে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির এক রিপোর্টারকে আটক করা হয়েছে। তিনি বিবিসির বার্মিজ বিভাগে কর্মরত ছিলেন। এদিকে মিয়ানমারের বেশ কয়েকটি শহরে শুক্রবারও বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবারের প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়ে লিখেছে, মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতের সামনে থেকে রিপোর্ট করার সময় সাদা পোশাকধারী একদল মানুষ বিবিসির বার্মিজ বিভাগের রিপোর্টার অং থুরাকে আটক করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
রিপোর্টার অং থুরার নিখোঁজ হওয়ার ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ অভিহিত করে বিবিসি এক বিবৃতিতে তাকে খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
অং থুরার সঙ্গে আরও এক রিপোর্টারকে নিয়ে যাওয়া হয়েছে। তার নাম থান টাইক অং। তিনি দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিজ্জিমার হয়ে কাজ করতেন। এর আগে জান্তা সরকার যে কয়েকটি গণমাধ্যমের লাইসেন্স বাতিল করেছিল তার মধ্যে মিজ্জিমা একটি।
বিজ্ঞাপন
ওই সাংবাদিককে যে ব্যক্তি ধরে নিয়ে গেছেন তিনি স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে নম্বরবিহীন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারপর থেকে বিবিসির পক্ষ থেকে অং থুরার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিবিসি মিয়ানমারে তার সব কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং অং থুরার সন্ধানের জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।
উল্লেখ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর জান্তা সরকার এ পর্যন্ত ৪০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেফতার করেছে। এর মধ্যে অন্তত ১৬ জন এখনও আটক রয়েছেন। আটকদের মধ্যে মার্কিন বার্তা সংস্থা এপির ফটো সাংবাদিক থেইন জ’ও রয়েছেন।
এএস