জেষ্ঠ্য সামরিক কর্মকর্তা মার্ক মিলি

চীন, ইরান ও রাশিয়া— এই তিনটি দেশ যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে উঠতে পারে বলে মনে করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বুধবার এই সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি কমিটির শুনানিতে মার্ক মিলি বলেন, ‘আমি বলছি না যে, অদূর ভবিষ্যতে এই তিনটি দেশ নিজেরা একটি জোট করার প্রক্রিয়ায় আছে— কিন্তু যেভাবে রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এগচ্ছে, তা আমাদের জন্য সত্যিই উদ্বেগজনক।’

মার্কিন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আরও বলেন ‘চীন এবং রাশিয়ার সামরিক সক্ষমতা এমনিতেই প্রশ্নাতীত, কিন্তু সম্প্রতি ইরান যেভাবে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে…তাতে আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এই তিনটি দেশই আমাদের জন্য দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হবে।’

ইতিহাসে এই প্রথমবারের মতো চীন ও রাশিয়ার মত দুই বৃহৎ পারমাণবিক শক্তিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করতে হচ্ছে বলে শুনানিতে বলেন মার্কিন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। সেই সঙ্গে এই দু’টি দেশের সঙ্গে ইরানের মিত্রতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘বর্তমানে তাদের মিত্রতা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ইরান দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি পারমাণবিক বোমার জন্য যে পরিমাণ ইউরেনিয়াম প্রয়োজন, তা দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে জোগাড় করতে পারবে ইরান এবং একটি বোমা বানাতে দেশটির লাগবে মাত্র কয়েক মাস।’

যুক্তরাষ্ট্রের সরকারকে সম্ভাব্য সেই ‘হুমকির’ জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন মিলি।

এসএমডব্লিউ