রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা আর লাগোয়া হাওড়া শহরে কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামনবমীর মিছিল ঘিরে হাওড়া শহরের কাজীপাড়া এলাকায় বড় সংঘাতের সৃষ্টি হয়।

বিবিসির খবরে জানানো হয়, সংঘর্ষের সময় বেশ কিছু দোকান ও গাড়িতে পাথর নিক্ষেপ এবং আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটে। এলাকাটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এছাড়া কলকাতার পার্ক সার্কাস এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময়ে সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু স্কুটার, মোটরসাইকেল আর গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, রামনবমীর মিছিল কেউ আটকায় নি। কিন্তু হাওড়ায় তাদের অস্ত্র আর বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিল?

মিছিলটি নির্ধারিত পথ বদলিয়ে একটি সম্প্রদায়কে নিশানা বানিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। মমতা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল।

প্রসঙ্গত, পৌরাণিক চরিত্র রামচন্দ্র - যাকে ভারতের হিন্দুদের একটা বড় অংশ তাদের ভগবান বলে মনে করেন - তার জন্ম উৎসব রামনবমী পালিত হচ্ছে বৃহস্পতিবার।

এমজে