ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাকে দেশটির রাজধানী শহর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী রোববার এইমস হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে স্পিকার ওম বিরলাকে নিয়ে জানানো হয়েছে, ‌‌‘তিনি এখন স্থিতিশীল রয়েছেন। সবদিক থেকেই স্বাভাবিক রয়েছে তার শারীরিক অবস্থা।’ 

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত শুক্রবার ৫৮ বছর বয়সী ওম বিরলার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একদিন পর গতকাল শনিবার তাকে ভর্তি করা হয় এইমসে। হাসপাতালটির করোনা সেন্টারে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।    

রাজস্থানের কোটাবুন্দি আসন থেকে নির্বাচিত এমপি ওম কৃষ্ণ বিরলা লোকসভার ১৭তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি তিনবার রাজস্থানের বিধায়ক (এমএলএ) ছিলেন। বিরলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষস্থানীয় একজন নেতা।

এএস