যুক্তরাষ্ট্রের নাশভিল শহরে বিস্ফোরণ, আহত ৩
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়
বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিন জন ৷ একইসঙ্গে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
পরিকল্পিতভাবেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ভয়াবহ এই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে
নাশভিল শহর পুলিশের মুখপাত্র ডন অ্যারন
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে দেশটির টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহর পুলিশের মুখপাত্র ডন অ্যারন বলেন, ভয়াবহ এই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।
বিজ্ঞাপন
বিস্ফোরণের পর ঘটনা তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা। স্থানীয় সংস্থার সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাও।
নাশভিল শহরের অগ্নি নির্বাপণ বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সবাই আপাতত চিকিৎসাধীন, তবে তাদের সবাই সঙ্কটমুক্ত।
এদিকে বিস্ফোরণের পর ঘটনা তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা। স্থানীয় সংস্থার সাথে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাও।
পুলিশ কর্মকর্তা অ্যারন জানান, তদন্তের স্বার্থে বিস্ফোরণের পর ঘটনাস্থল অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, তার বাড়ির সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে তার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এফবিআই এই তদন্তের নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র জোয়েল সিসকোভিচ। তাছাড়া ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সম্পর্কিত ফেডারেল তদন্তকারীরাও ঘটনাস্থলে ছিলেন।
এদিকে বিস্ফোরণে জড়িত গাড়ির ছবি প্রকাশ করে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। কিন্তু একটি গাড়ি থেকে ‘বোমা হামলার হতে পারে’ এমন সতর্কবার্তা শুনে পুলিশ সদস্যরা আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, তার বাড়ির সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে তার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগেরই জানালা ক্ষতিগ্রস্ত। ইতোমধ্যেই কয়েকটি বাড়ি খালি করা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কারফিউ জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, এসময় একে একে রাস্তার সবকিছুতে আগুন ধরে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িও সম্পূর্ণ পুড়ে যায়।
বিস্ফোরণস্থলের পাশ থেকে ছিন্নভিন্ন অবস্থায় মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে বলে। তবে সেটি সত্যিই মানবদেহের অংশ কী না তা জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
নাশভিলের মেয়র জন কুপার জানিয়েছেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগেরই জানালা ক্ষতিগ্রস্ত। ইতোমধ্যেই কয়েকটি বাড়ি খালি করা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কারফিউ জারি করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আলজাজিরা ও সিএনএন
টিএম