যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের নজরে এসেছে আরও এক বিনিয়োগকারী সংস্থা। আমেরিকার ইকান এন্টারপ্রাইজের বিনিয়োগ এবং লেনদেনের দিকে নজর রেখেছে তারা। কারচুপির অভিযোগও আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মঙ্গলবার হিন্ডেনবার্গের পক্ষ থেকে ইকান এন্টারপ্রাইজের বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে। মার্কিন এ সংস্থা জানিয়েছে, তাদের পরবর্তী ‘টার্গেট’ ইকান।

ইকান এন্টারপ্রাইজের মালিক কার্ল ইকান। তিনি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা। মার্কিন ধনী শিল্পপতি ও বিনিয়োগকারীদের মধ্যে তিনি অন্যতম।

হিন্ডেনবার্গের অভিযোগ, ইকান নিজের সংস্থার সম্পত্তির পরিমাণ অন্তত ৭৫ শতাংশ বাড়িয়ে দেখিয়েছেন। এভাবেই শেয়ার বাজারে নিজেদের দর বাড়িয়েছেন তারা। কারচুপির মাধ্যমে ধনী হয়েছেন ইকান।

ইকান এন্টারপ্রাইজের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি ঘেঁটে হিন্ডেনবার্গ দাবি করেছে, ২১৮ শতাংশ প্রিমিয়ামে ব্যবসা করে ইকান। যা বাকি সকল সংস্থার চেয়ে অনেক বেশি।

হিন্ডেনবার্গের আরও দাবি, ইকান এন্টারপ্রাইজের বিরুদ্ধে তাদের যা যা অভিযোগ, তার বিস্তারিত প্রমাণ রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে, এটিই হতে চলেছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি।

হিন্ডেনবার্গ জানিয়েছে, একটি বিশেষ অর্থনৈতিক পরিকাঠামোয় কাজ করছে ইকানের সংস্থা। তারা নতুন বিনিয়োগকারীদের কাছে নিজেদের ইউনিটগুলি বিক্রি করে দিচ্ছেন। সেখান থেকে টাকা নিয়ে তারা পুরনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছেন।

ফ্লোরিডার সানি ইসলেস বিচে ইকান এন্টারপ্রাইজের সদর দফতর। আমেরিকার অন্যতম সফল বিনিয়োগকারী সংস্থাগুলির একটি এই ইকান। সংস্থার কর্ণধার কার্ল ইকানও দেশে যথেষ্ট জনপ্রিয়। হিন্ডেনবার্গের অভিযোগ প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। তারপরেই শেয়ার বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। সূত্র- আনন্দবাজার

এমজে