চীনের অনুৎপাদনশীল খাতও রমরমা
চীনের কম্পোজিট পারচেজ ম্যানেজারের সূচক ৫৪ দশমিক ৪ এ অবস্থান করছে। যা নির্দেশ করছে এন্টারপ্রাইজের উৎপাদন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো বাড়ছে এবং এগুলো ক্ষতি পুষিয়ে উঠছে। এমন তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো।
এপ্রিলে অনুৎপাদনশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সূচক ছিল ৫৬। যদিও মার্চের তুলনায় এ সূচক ১ দশমিক ৮ কম, কিন্তু তা সত্ত্বেও এটি ৫০ এর উপর ছিল। সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে অনুৎপাদনশীল খাত উন্নতি ধরে রেখেছে।
বিজ্ঞাপন
জানুয়ারিতে বসন্ত, এপ্রিলে কুইনমিং এবং মে মাসের ছুটিগুলোর কারণে সরাসরি সেবা প্রদান করে এমন খাতগুলোর চাহিদা বেড়েছে।
এছাড়া পর্যটনে মানুষের আগ্রহের কারণে বিমানসহ অন্যান্য পরিবহণ খাতও ব্যস্ত সময় পার করছে। বিমান পরিবহণ খাতের যে সূচক রয়েছে তা টানা ৩ মাস বৃদ্ধি পেয়েছে এবং এ সূচক ৭০ এর উপরে রয়েছে। এছাড়া টানা দুই মাস রেলখাতের সূচক ৬৩ এর উপরে অবস্থান করছে।
বিজ্ঞাপন
গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, ক্যাটারিং, আবাসন এবং বিনোদনের বিষয়— যেগুলো সরাসরি ছুটির সঙ্গে সম্পৃক্ত সেগুলোর চাহিদা ও সরবরাহও বেশ ভালো অবস্থানে রয়েছে।
সূত্র: গ্লোবাল টাইমস
এমটিআই