কলকাতায় নরেন্দ্র মোদির উপস্থিতিতে সম্প্রতি মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পরই তাকে প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এবার তিনি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে দলটির ওপর প্রশ্ন ছুঁড়লেন, ‘বিজেপি ‘‘আসল পরিবর্তন’’ আনলে কি বাংলায় ঘুরতে যেতে পারি’? 

আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আট দফার ভোট শুরু হচ্ছে। তার আগে গত ৭ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানের সমাবেশে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিখ্যাত ‘জাত গোখরো’ স্লোগানে তিনি মন জয় করে নিয়েছিলেন ব্রিগেড ময়দানে হাজির জনতার।

বিজেপিতে যোগ দেওয়ার পরপরই মিঠুনের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তসলিমা নাসরিন। বলেছিলেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরো, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল।’ এরপর অবশ্য পাল্টা প্রশ্নের মুখেও পড়েন তিনি।

এবারা আবারও টুইটারে সরব হয়েছেন তসলিমা নাসরিন। এবার প্রশ্ন করেছেন সরাসরি বিজেপিকে। তবে এ প্রসঙ্গে সিপিআই-এম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওবাদী) ও তৃণমূল উভয়কেই প্রথমে কটাক্ষ করেছেন তিনি। 

তিনি টুইটারে লিখেছেন, ‘২০০৭ সালে পশ্চিমবঙ্গ থেকে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিআইএম। ২০০৯ সাল থেকে তৃণমূল কংগ্রেস আমার পশ্চিমবঙ্গে প্রবেশ আটকে রেখেছে। এবার কি বাংলায় ঘুরতে যেতে পারব যদি বিজেপি আসল পরিবর্তন আনে।’ শেষে আরও একটি ছোট মন্তব্য যোগ করেছেন, ‘এটা স্রেফ ভাবছিলাম আরকি’।

প্রসঙ্গত, একটি বই লিখে মৌলবাদীদের রোষের মুখে পড়ে ২০০৭ সাল থেকে পশ্চিমবঙ্গে যেতে পারছেন না তসলিমা নাসরিন। কার্যত বিষয়টি ‘দ্বিখণ্ডিত’ হয়ে যায় পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ। দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতার একাংশে। তারপরই তসলিমাকে বাংলা থেকে বিতড়ন করে তৎকালীন বামফ্রন্ট সরকার।

তারপর বাম সরকারের পতন শেষে মমতার তৃণমূল সরকার দুইবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকলেও রাজ্যটিতে প্রবেশের অনুমতি পাননি বিতর্কিত এই লেখিকা। বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার তৃণমূলের সমালোচনা করতে দেখা গেছে তাকে। তবে সম্প্রতি যেভাবে তিনি বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন, তা বেশ তাৎপর্যপূর্ণ। 

এএস