রাশিয়ার মধ্যাঞ্চলে টিইউ-২২ মডেলের একটি বোমারু বিমান দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, উড্ডয়নের পর নির্গমন পথ হঠাৎ অকেজো হলে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।   

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ‘মধ্যাঞ্চলীয় কালুগায় টিইউ-২২ মডেলের একটি বোমারু বিমানের বিমানঘাঁটিতে অবতরণের সময় এর নির্গমন পদ্ধতি অকেজো হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই তিনজন পাইলট নিহত হয়েছেন।’ 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘উড্ডয়নের পর ভূমি থেকে তখন বোমারু বিমানটির উচ্চতা ছিল অনেক কম। তাই প্যারাসুট দিয়ে নামারও কোনো উপায়ও ছিল না। তাই অবতরণের সময় ওই তিন পাইলট গুরুতরভাবে জখম হন এবং পরে প্রাণ হারান।’ 

তবে ওই বিমান দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছে, এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত চার জন ক্রু সদস্য থাকে। এছাড়া দুর্ঘটনায় বোমারু বিমানটি ঠিক আছে কিনা কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও এখনো জানা যায়নি। 

রাশিয়ার গণমাধ্যমগুলোতে অবশ্য এই বিমান দুর্ঘটনাকে বিমান বিধ্বস্ত হয়েছে বলে বর্ণনা করা হচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে যে, বিধ্বস্ত হওয়ার মতো উচ্চতায় তখন ছিল না যুদ্ধবিমানটি। 

এএস