এভারেস্টে আরোহন : নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিতা শেরপা
কামি রিতা শেরপা, ছবি : সিএনএন
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চুড়ায় ২৭তম বার আরোহন করে সবচেয়ে বেশিবার এভারেস্টে ওঠার রেকর্ড ফের নিজের করে নিয়েছেন নেপালের পর্বতারোহী কামি রিতা শেরপা। হিমালয় পর্বতমালার অন্তর্গত পৃথিবীর সবচেয় উঁচু এই পর্বতটিতে সর্বোচ্চবার আরোহনের অতীত রেকর্ডটিও তারই ছিল।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে ৫৩ বছর বয়সী কামি রিতা ২৭তম বার এভারেস্টের চুড়ায় ওঠেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন নেপালের কেন্দ্রীয় সরকারের পর্যটন বিভাগের কর্মকর্তা বিজ্ঞান কৈরেলা।
বিজ্ঞাপন
হিমালয় পর্বতমালার ‘মহালঙ্গুর হিমাল’ অঞ্চলের অন্তর্গত এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত, সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৯ ফুট।
‘মহালঙ্গুর হিমাল’ অঞ্চলটি ‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালের অন্তর্গত। দেশটির স্থানীয় লোকজনের কাছে এভারেস্টের আরেক নাম ‘সাগরমাতা’। এভারেস্টসহ বিশ্বের ১০টি শীর্ষ পর্বতশৃঙ্গের ৮টিই পড়েছে নেপালে।
বিজ্ঞাপন
শেরপা জাতিগোষ্ঠীর লোকজন পর্বত আরোহন এবং এ সংক্রান্ত দক্ষতার জন্য বিখ্যাত। প্রতি বছর যেসব বিদেশি পর্যটক মাউন্ট এভারেস্টে আরোহনের জন্য নেপালে যান, তাদের গাইড হিসেবে কাজ করেন শেরপারা। এটিই তাদের প্রধান পেশা।
কামি রিতা নিজেও পেশায় একজন গাইড। পর্বতারোহীদের পরামর্শ ও সহযোগিতা প্রদান বিষয়ক কাটমান্ডুভিত্তিক কোম্পানি সেভেন সামিট ট্রেকসে সিনিয়র গাইড হিসেবে কাজ করেন তিনি। ১৯৯২ সাল থেকে কামি রিতা এই পেশায় আছেন।
সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিঙ্গওয়া শেরপা কামি রিতার এই সাফল্যে উচ্ছাস প্রকাশ করে সিএনএনকে বলেন, ‘কামি আমাদের প্রতিষ্ঠানের জেষ্ঠ্য ও খুবই দক্ষ একজন পর্বতারোহী। আমরা তার সাফল্যে খুব খুশি।’
‘আমাদের যদ্দুর জেনেছি, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সে এভারেস্টের চুড়ায় উঠেছে। বর্তমানে সে নেমে আসছে এবং শারীরিকভাবে সুস্থ আছে,’ যোগ করেন মিঙ্গওয়া শেরপা।
প্রসঙ্গত, সবচেয়ে বেশিবার এভারেস্টের চুড়ায় ওঠার আগের রেকর্ডটিও কামি রিতারই ছিল। গত বছর ২৬তম বার এই পর্বতের চুড়ায় উঠে এই রেকর্ড করেছিলেন তিনি।
তবে চলতি সপ্তাহে পাসাং দাওয়া শেরপা নামে ৪৬ বছর বয়সী এক নেপালি নাগরিক ২৬তম বার এভারেস্টে আরোহন করে কামি রিতার ওই রেকর্ডে ভাগ বসান।
পাসাং দাওয়া ভাগ বসানোর দুই দিনের মাথায় ফের ওই রেকর্ড নিজের করে নিলেন কামি রিতা শেরপা।
এসএমডব্লিউ