২ জুন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা। ভারতের ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। সময় যত গেছে, ততই বেড়েছে দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।

এ দুর্ঘটনা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্ঘটনার দিনই রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রেলের গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, মৃতদেহ লুকিয়ে রাখা হচ্ছে। নিখোঁজ বলে চালানো হচ্ছে। সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এ বার একটি কবিতাও লিখলেন মমতা।

কবিতাটির শিরোনামও ‘ট্রেন দুর্ঘটনা’ দিয়েছেন মমতা। বৃহস্পতিবার ‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে কবিতাটি সোশ্যাল সাইটে প্রকাশ পায়।

কবিতার শুরুতেই মমতা লিখেছেন, এক অজানা দীর্ঘশ্বাস/ ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।

মমতা আরও লিখেছেন, এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ/ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে/ একেবারে শেষ ঘুম।

এনএফ