‘জয় শ্রীরাম’ স্লোগান: বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ
‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তার বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করেছে বিজেপি। সোমবার (২৯ মার্চ) ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে।
ভুক্তভোগী বিজেপি কর্মীর নাম রাজীব রায় (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূল কর্মীর শরীরে তিনি গেরুয়া রং লাগিয়েছিলেন।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে হোলি খেলা হচ্ছিল। জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে গেরুয়া রঙের টিকা দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন ওই বিজেপি কর্মী।
বিজ্ঞাপন
এই ঘটনার কিছুক্ষণ পর সুমন রায়ের বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করা হয়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তার কান কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় মাথায়ও কোপ লাগে তার। পরে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীর অভিযোগ, ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল ‘সন্ত্রাসের মাত্রা’ বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ। রং খেলা সৌজন্যের পরিচয়। সেই ঘটনাকে রক্তাক্ত করল তৃণমূল।
অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
টিএম