মার্কিন ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে যে, নতুন একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।    

কোম্পানি দুটি জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া বি১৩৫১ নামে করোনাভাইরাসের নতুন ধরনের প্রকোপ ছড়িয়েছে। সেখানেই এই ট্রায়াল চালিয়েছে তারা। তাতে অংশ নেওয়া মানুষদের মধ্যে শতভাগের ক্ষেত্রে তাদের তৈরি টিকা কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। মোট ৮০০ জনকে নিয়ে ওই ট্রায়াল চালানো হয়েছিল।

হালনাগাদ ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে পৃথকভাবে ফাইজার-বায়োএনটেক গতকাল বৃহস্পতিবার আরও জানিয়েছে যে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাদের তৈরি টিকা প্রায় ৯১ শতাংশ কার্যকর।

৪৪ হাজার মানুষকে নিয়ে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের বরাতে গত নভেম্বরে কোম্পানি দুটি জানিয়েছিল, তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর। এখন সবশেষ এই ট্রায়ালে দেখা যাচ্ছে টিকাটির কার্যকারিতা ৯১ দশমিক ৩ শতাংশ। অবশ্য তখনকার চেয়ে এখন বিশ্বজুড়ে করোনার নতুন ধরনের সংখ্যা অনেক বেড়েছে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানিয়েছেন, ১২ হাজারের বেশি মানুষকে নিয়ে চালানো হালনাগাদ ওই ট্রায়ালের ফলাফলের কারণে তারা এখন তাদের তৈরি টিকার সম্পূর্ণ অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (এফডিএ) কাছে আবেদন করবে। এর আগে টিকার জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল তারা। 

এএস