রুশ টিকা পেয়ে লিবীয় প্রধানমন্ত্রী বললেন, এটি বৃষ্টির প্রথম ফোঁটা
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় করোনাভাইরাসের টিকার প্রথম চালান পৌঁছেছে। রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক-৫ এর এক লাখের বেশি ডোজ রোববার ত্রিপোলির মিটিগা বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, প্রায় প্রত্যেকদিনই হাজারের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। কয়েক বছরের সংঘাত-সহিংসতায় বিধ্বস্ত দেশটির স্বাস্থ্যখাত করোনাভাইরাস মহামারি সামলাতে হিমশিম খাচ্ছে।
বিজ্ঞাপন
রোববার এক টুইট বার্তায় দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবাহ বলেন, ‘এটি বৃষ্টির প্রথম ফোঁটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের চালান সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’
অবশিষ্ট চালান কিছুদিনের মধ্যে আসবে বলে জানান তিনি। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মালবাহী বিমান থেকে ভ্যাকসিনের বক্স নামানোর ছবি পোস্ট করে লিখেছে, বিতরণের আগে এগুলো মন্ত্রণালয়ের গুদামে নিয়ে যাওয়া হবে।
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ১৮ বছরের ঊর্ধ্বের নাগরিকদের টিকার জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত কতসংখ্যক মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন তা প্রকাশ করা হয়নি।
লিবিয়ার মোট জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার এই দেশটিতে প্রায় ২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ হাজার ৬৮৪ জন।
২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন পক্ষের সংঘাত, সহিংসতায় বিধ্বস্ত হয়ে পড়েছে লিবিয়া। ২০১৪ সালে দেশটির পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে বিভক্ত দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী বেইবাহ নেতৃত্বাধীন দেশটির নতুন ঐক্যের সরকার গত মাসে দায়িত্ব নিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ক্ষমতায় আসে অন্তর্বর্তকালীন এই সরকার।
এসএস