করোনার নতুন ধরন কমিয়ে দিচ্ছে টিকার ক্ষমতা, চিন্তায় জাপান
জাপানের রাজধানী টোকিওর একটি হাসপাতালে করোনাভাইরাসের রূপান্তরিত একটি ধরন শনাক্ত হয়েছে। করোনার নতুন এই ধরন টিকার সুরক্ষা ক্ষমতা কমিয়ে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রোববার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে টোকিওর একটি হাসপাতালে পরীক্ষায় প্রায় ৭০ শতাংশ করোনাভাইরাস রোগীর দেহে রূপান্তরিত একটি ধরন শনাক্ত হয়েছে; যেটি ভ্যাকসিনের সুরক্ষা হ্রাস করছে।
বিজ্ঞাপন
রূপান্তরিত ই৪৮৪কে নামের ধরনটি কিছু বিজ্ঞানীর কাছে ‘ইইকে’ নামে পরিচিত। গত মার্চে টোকিও মেডিকেল এবং ডেন্টাল ইউনিভার্সিটি মেডিকেল হাসপাতালে করোনা পজিটিভ ১৪ জনের মধ্যে ১০ জনের দেহে এই ধরনটি পাওয়া যায়।
এনএইচকে বলছে, মার্চ পর্যন্ত দুই মাসে ৩৬ জন করোনা রোগীর মধ্যে ১২ জনের শরীরে রূপান্তরিত এই ধরনটি শনাক্ত হয়। তাদের কেউই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি অথবা যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি।
বিজ্ঞাপন
আগামী জুলাই মাসে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আগে করোনা সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় উদ্বেগে রয়েছে জাপান। সাধারণ জনগণের মাঝে ব্যাপক পরিসরে টিকাদান শুরু না হওয়ায় রূপান্তরিত ধরনটির বিস্তার নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শুক্রবার টোকিওতে ৪৪৬ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। যদিও সংক্রমণের এই সংখ্যা গত জানুয়ারিতে একদিনে শনাক্ত হওয়া আড়াই হাজারের চেয়ে অনেক কম।
এছাড়া রোববার ওসাকায় রেকর্ড ৬৬৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রিটেনে শনাক্ত করোনার রূপান্তরিত নতুন এই ধরনটি জাপানে ছড়িয়ে পড়ায় দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এনএইচকে বলছে, টোকিওতে শনাক্ত রোগীদের কারও দেহেই ব্রিটিশ ধরনটি পাওয়া যায়নি।
এসএস