করোনা চলে গেছে, মাস্ক পরার প্রয়োজন নেই: আসামের স্বাস্থ্যমন্ত্রী
আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা
সারা বিশ্বের মতো ভারতে যখন করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে তখন মানুষকে মাস্ক না পরার পরামর্শ দিয়েছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, আসামে আর করোনা নেই। অতএব মাস্ক পরারও কোনো প্রয়োজন নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক সাক্ষাৎকারে আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘আসামে যখন করোনাই নেই, তা হলে কেন শুধু শুধু মাস্ক পরছেন মানুষ! এতে বরং আরও আতঙ্ক ছড়াচ্ছে।’
বিজ্ঞাপন
সারা ভারতে যখন করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন, তখন এক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কীভাবে এই পরামর্শ দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
এছাড়া কেন্দ্রীয় সরকার যেখানে সব রাজ্যকে করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিচ্ছে, জনগণকে মাস্ক পরতে বারবার পরামর্শ দিচ্ছে, আসামের ক্ষেত্রে বিষয়টা কেন আলাদা হবে? এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতেই পারে। বিধিনিষেধও জারি করতে পারে। কিন্তু আসামে তো কোভিড-ই নেই! যখন কোভিড আবার ফিরবে, রাজ্যবাসীকে ফের মাস্ক পরতে বলব।’
বিজ্ঞাপন
সব রাজ্য যেখানে মানুষকে মাস্ক পরাতে কঠোর হচ্ছে, সেখানে তার এই সিদ্ধান্ত কী ঠিক? হেমন্ত বলেন, ‘কোভিড যদি রাজ্যে না-ই থাকে, আমার কী করার আছে!’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হেমন্ত জানিয়েছেন, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে আসাম সরকার সেই কাজ করার লক্ষ্যে এগোচ্ছে। এরপরই তিনি বলেছেন, ‘লোকে যদি মাস্ক পরে, তা হলে বিউটি পার্লারগুলো চলবে কী করে? বিউটি পার্লারগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। সে কারণেই রাজ্যবাসীকে সাময়িক ছাড় দিয়েছি। যে দিন মনে করবো; রাজ্যে আবারো করোনাভাইরাস ঢুকে পড়েছে, সেদিন রাজ্যবাসীকে বলবো মাস্ক পরতে। তখন নির্দেশ অমান্য করলে ৫০০ টাকা জরিমানা করা হবে।’
রাজ্যে করোনাভাইরাস না থাকায় উৎসব পালনেও কোনো নিষেধাজ্ঞা রাখছে না তাদের সরকার। আসামের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ‘রাজ্য মহাসমারোহে বিহু উৎসব পালিত হবে। আমার বিশ্বাস এই উৎসব পালনে রাজ্যবাসীর মনে করোনা নিয়ে কোনো আতঙ্ক কাজ করবে না।’
মানুষকে যে তিনি মাস্ক না পরার পরামর্শ দিচ্ছেন, এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আলোচনার কোনো প্রয়োজন নেই। যে দিন থেকে রাজ্যে প্রতিদিন ১০০ জন করে করোনায় আক্রান্ত হবেন, সংবাদ সম্মেলন করে মানুষকে মাস্ক পরার পরামর্শ দেবো।’
টিএম