নাগরিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত
ইসরায়েলে সামরিক বিমান পাঠাচ্ছে পোল্যান্ড
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় হঠাৎ করেই বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে তৈরি ইসরায়েল এখন অস্থিতিশীল। আর হঠাৎ করে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ায়— নিজ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড। এজন্য দেশটি ইসরায়েলে সামরিক বিমান পাঠাবে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা রোববার (৮ অক্টোবর) নাগরিকদের উদ্ধারে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, ‘বর্তমানে ইসরায়েলে অবস্থানরত আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে আমরা সামরিক পরিবহণ বিমান পাঠাচ্ছি। বিশেষ বাহিনীর সেনারা নাগরিকদের বিমানে উঠানো ও দেশে ফিরিয়ে আনার বিষয়টি দেখবে।’
সাধারণ ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও দমন-নিপীড়ন চালানো, পবিত্র মসজিদ আল-আকসা অপবিত্রকরণ করার প্রতিশোধ নিতে গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের অভ্যন্তরে বিশেষ অভিযান শুরু করে হামাস। এই অভিযানে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা অংশ নিয়েছেন। তারা জল, স্থল ও আকাশ পথে ইসরায়েলে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
হামাসের এই হামলায় এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তবে হামলা চালাতে যাওয়া হামাসের অনেক যোদ্ধাও নিহত হয়েছেন। দুই পক্ষের এই যুদ্ধে অনেক বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন।
হামাসের এ অভূতপূর্ব হামলার পর গাজা উপত্যকায় নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। আর এসব বিমান হামলায় গাজায় বেসামরিক মানুষই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
সূত্র: রয়টার্স
এমটিআই