মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে তাতে আগুন লাগলে বাসে থাকা আনুমানিক ৪০ জন যাত্রী জীবিত পুড়ে মারা গেছেন। শুক্রবার দেশটিতে ঘটা মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া নামক গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি হয়েছে। 

টেলিফোনে রয়টার্সকে গভর্নর ইৎশুনডালা বলেন, ‘প্রায় কোনো কিছুর অস্তিত্ব নেই সেখানে। সব ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট হওয়া ভয়াবহ ওই বাস দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ফল। তবে রয়টার্স ওই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

এএস