টিকা নিয়ে করোনায় আক্রান্ত আরএসএস প্রধান, হাসপাতালে ভর্তি
আরএসএস প্রধান মোহন ভাগবত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে তাকে মহারাষ্ট্রের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে আরএসএসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার সরসংঘচালক মোহন ভাগবত আজ দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। তার শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। তবে সাবধানতার জন্য তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিজ্ঞাপন
মোহন ভাগবতের বয়স ৭০ বছর। স্বাভাবিকভাবেই এই বয়সে কো-মরবিডিটি থাকার সম্ভাবনা বেশি। আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আরএসএস প্রধান মোহন ভাগবত অনেক আগেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। গত ৭ মার্চ তাকে প্রথম ডোজ দেওয়া হয়, সম্ভবত আগামী সপ্তাহেই তাকে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। তার আগেই ভাইরাসের কবলে পড়লেন তিনি।
এদিকে গত কয়েকদিনে যারা যারা মোহন ভাগবতের সংস্পর্শে এসেছিলেন, তাদের প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিকভাবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। প্রত্যেকদিন প্রায় ৬০ হাজার মানুষ এই ভাইরাসের কবলে পড়ছেন। যার একটা বড় অংশ নাগপুরের।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে।
আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৯৪ জন। ফলে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জনে।
উদ্বেগ সৃষ্টি করেছে দেশটির বিপুল পরিমাণে বাড়তে থাকা সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজারেরও বেশি। এতে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১০ লাখ ৪৭ হাজার।
দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একসঙ্গে এতো বিপুল সংখ্যক করোনা রোগী এবারই প্রথম হলো। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার। এরপর আর অতোটা বাড়েনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তো এই সংখ্যা দেড় লাখেরও নীচে নেমে আসে। তবে এরপর তা আবারও বাড়তে বাড়তে শনিবার প্রায় সাড়ে ১০ লাখে ঠেকেছে।
টিএম