সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় বেড়েছে অক্সিজেনের চাহিদা

ভারতে করোনাভাইরাস মহামারির ভয়াবহ অবনতি হয়েছে। ভাইরাসের থাবায় দেশটিতে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। হাসপাতালে হাসপাতালে উপচে পড়ছে ভিড়। আর এরই মাঝে দেশটিতে অক্সিজেনের অভাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতজন করোনা রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাসাই এলাকায় নালাসোপারার একটি হাসপাতালে।

মৃত রোগীদের স্বজনরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার সময় হঠাৎই অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ায় ওই ৭ রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ব্যবস্থার ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। ফলে অক্সিজেন সংকটের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। অন্য জটিল রোগ থাকার কারণেই আক্রান্তদের মৃত্যু হয়েছে, অক্সিজেনের অভাবে নয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরেও। রোগীর স্বজনরা অবশ্য এই ঘটনার জন্য পুরোপুরিভাবে হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন।

হাসপাতালের এক চিকিৎসক দাবি করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত রোগীদের একাধিক জটিল রোগ ছিল, সেই কারণেই মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সৃষ্টি হয়েছে আলোড়নও। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখতে স্থানীয় বিধায়ক ক্ষিতীশ ঠাকুর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভাসাই তালুকে অক্সিজেনের আকাল দেখা যাচ্ছে। এই এলাকায় যাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ শুরু করা হয়, সে দিকে খেয়াল করুক সরকার।’

বিজেপির বিধায়ক ও মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা প্রবীণ দারেকর গোটা ঘটনার জন্য উদ্ধব ঠাকরে সরকারকে দোষ দিয়েছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের পদত্যাগও দাবি করা হয়েছে।

টিএম