ভারতে ২৫০ মূক ও বধির শিক্ষার্থীদের পরিবেশন করা জাতীয় সংগীত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অবস্থিত একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরিবেশনায় অংশ নেয়। 

বাংলা NEWJ নামে ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১২ এপ্রিল এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। যদিও ভিডিওটির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ভিডিওটি পোস্ট করার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কমেন্ট করে এ পরিবেশনার প্রশংসা করেন। বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ওই ভিডিওতে দেড় হাজার কমেন্ট পড়েছে। ভিডিওটি শেয়ার করেছেন ৭ হাজার ৩০০ ফেসবুক ব্যবহারকারী। 

বিশ্বজিৎ নামে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‌‘তোমরা অনেক বড় হবে এই শুভকামনা রইলো। তোমরা আমাদের দেশের নাম উজ্জ্বল করো এভাবে, প্রার্থনা করি তোমরা যেন সব দিন ভালো থেকো ও সুস্থ থেকো।’

দিপা কীর্তনিয়া নামে আরেকজন লেখেন, ‘মন চায় সবাইকে ছুঁয়ে দেখি। অনেক শুভেচ্ছা তোমাদের। স্বাভাবিকের থেকেও অন্য রকম তোমরা। তোমরা ভগবানের গিফট যেটা একটু টেক কেয়ার নিলে অন্য সবার থেকে বেস্ট করতে পারো।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এসকেডি