পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নপঞ্চম দফা ভোটের কয়েক ঘণ্টা আগে ফের তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়ের একটি অডিও টেপ ফাঁস করেছে বিজেপি। শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ও বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এই অডিও টেপ প্রকাশ করেন।

অডিও টেপে একটি নারী ও পুরুষকণ্ঠকে গত সপ্তাহে কোচবিহার জেলার শীতলকুচিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে কথা বলতে শোনা গেছে। বিজেপির দাবি, টেপের নারী কণ্ঠটি তৃণমূল সভানেত্রীর এবং পুরুষ কণ্ঠটি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতীম রায়ের।

এই ঘটনায় তৃণমূলের দুই রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েন ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অপর মুখপাত্র তাপস রায় বলেছেন, এই অডিও টেপের কোনো ‘বিশ্বাসযোগ্যতা’ নেই। 

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রথমসারির সংবাদমাধ্যমও জানিয়েছে, অডিও টেপের কণ্ঠ দুটি মমতা বন্দোপাধ্যায় ও পার্থ প্রতীমের কি না তা তাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

বিজেপির প্রকাশ্যে আনা এই অডিয়ো টেপ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিমকে বলছেন, 'পার্থ মাথা ঠান্ডা করে ভোটটা কর। তারপর এর বিচার আমরা করব।' উত্তরে পার্থপ্রতিম বলেন, 'একদম।’

এরপর তৃণমূল নেত্রী বলেন, 'ডেডবডিগুলো এখন রেখে দাও। পরিবারকে বলবে কেউ বডি যেন না নেয়। ভোটটা মাথা ঠান্ডা করে করে নাও। ডেডবডি নিয়ে র‌্যালি হবে।' পার্থপ্রতিমের উত্তরে বলেন,'একদম, চিন্তা করবেন না। আমি এখানে পড়ে আছি।'

তৃণমূল নেত্রীকে এরপরই প্রশ্ন করতে শোনা গেছে,'কারা গুলি করেছে, CRPF? লোকগুলো কাদের?' উত্তরে পার্থপ্রতিম বলেন, 'আমাদেরই লোক।' তারপরেই মমতা বন্দোপাধ্যায় বলেন, 'ইচ্ছামতো মামলা করবে না। আমি বলে দেব ভোটের পর সব। ল’ইয়ারদের সঙ্গে কথা বলে সব করতে হবে। এসপি, আইসিকে ফাঁসাতে হবে। মাথা ঠাণ্ডা করে ভোট কর। এজেন্টদের স্ট্রেংন্থ দাও।'

শুক্রবারের সংবাদ সম্মেলনে অমিত মালব্য অভিযোগ করেন, শীতলকুচির ঘটনায় মৃতদের নিয়ে রাজনীতি করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদেহগুলি নিয়ে তিনি মিছিল করতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘উনি একজন মুখ্যমন্ত্রীর মতো নয়, একজন গুন্ডা, মাফিয়ার মতো কথা বলছেন। উনি ডেডবডির উৎস করতে চাইছেন। নির্বাচনে সাম্প্রদায়িক রং লাগাতে একথা বলছেন তিনি।'

লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপর ভরসা হারিয়ে ফেলেছেন। তাই নন্দীগ্রামে তিনি একইভাবে বিজেপি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন,যেটা প্রকাশ হয়েছে। আবার শীতলকুচি নিয়ে ফোনে এই ভাবে কথা বললেন, যেটা মানুষের সামনে এলো।’

এদিকে বিজেপির অভিযোগের জবাবে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় পৃথক এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাদের দলনেত্রীর সঙ্গে যদি আমাদেরই দলের কোনও প্রার্থীর কথা হয়, তা হলে আপত্তির কী আছে!’

তিনি আরও দাবি করেন, মমতা ঘটনার (শীতলকুচিতে গুলিকাণ্ড) কথা জানতেন না। পার্থপ্রতিমের কাছে ঘটনার বিবরণ শুনে উত্তেজিত হয়েছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন।

তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘‘অমিত মালব্যের নাম ইতোমধ্যে জাল অডিয়ো এবং জাল ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কুখ্যাত হয়ে গিয়েছে। শীতলকুচির ঘটনার এতদিন পরে বিজেপি তাদের জাল অডিয়ো-ভিডিয়োর কোম্পানিতে একটি জাল অডিয়ো তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে।’

গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গে চতুর্থদফা ভোটের দিন শীতলকুচির জোড় পাটকিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিতহ হন। নির্বাচনক কমিশন সূত্রে জানা গেছে, গুলি চালিয়েছিল কেন্দ্রীয় সরকারের মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৭ মার্চ নন্দীগ্রামে ভোটের আগের দিন মমতা বন্দোপাধ্যায়ের একটি অডিও টেপ ফাঁস করেছিল বিজেপি। সেই অডিও টেপে শোনা গেছে, নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে ভোট নিয়ে কথা বলছেন মমতা।

এসএমডব্লিউ