যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডেক্সের কার্যালয়ে হামলাকারী ব্যক্তি ওই প্রতিষ্ঠানেরই সাবেক কর্মী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার গভীর রাতে হওয়া এই হামলায় নিহত হন ৮ জন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফেডেক্স কার্যালয়ে হামলাকারী যুবকের নাম ব্রানডন হোল। ১৯ বছর বয়সী এই যুবক ২০২০ সালে সর্বশেষ ওই প্রতিষ্ঠানে কাজ করেছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার সময় ওই যুবক নিজের গাড়ি থেকে বের হওয়ার প্রায় পরপরই এলোমেলোভাবে গুলিবর্ষণ শুরু করেন। হামলায় ঘটনাস্থলেই আটজন নিহত এবং আহত হন সাতজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী আত্মহত্যা করেন।

হামলার ঘটনার পর ইন্ডিয়ানাপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক জানিয়েছিলেন, ‘পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাদের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’

এদিকে নিহতদের মধ্যে চারজন ভারতীয় বংশোদ্ভূত শিখ রয়েছেন। কী কারণে হঠাৎ ওই ব্যক্তি বন্দুক হামলা চালিয়ে এত জনকে হত্যা করল তা স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ফেডেক্সের কর্মীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত। ফলে এই হামলার নেপথ্যে বর্ণবিদ্বেষ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।

এর আগে গত মাসের শেষের দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি অফিস বিল্ডিংয়ে বন্দুক হামলায় এক শিশুসহ ৪ জন নিহত হয়। তার আগে গত ২২ মার্চ কলোরাডোর এক গ্রোসারি শপে বন্দুক হামলায় নিহত হয় ১০ জন। তারও সপ্তাহখানেক আগে জর্জিয়ার আটলান্টায় এক ব্যক্তি ৮ জনকে গুলি করে হত্যা করেন।

একটি পরিসংখ্যানে জানা গেছে, বন্দুকধারীদের হামলায় যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে আবার একটা বড় অংশ আত্মহত্যাকারী।

সূত্র: বিবিসি

টিএম