যুক্তরাষ্ট্রের ইটের জবাবে রাশিয়ার পাটকেল
সাইবার হামলা, ক্ষতিকর কর্মকাণ্ড ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে রাশিয়া। ওয়াশিংটনের ১০ রুশ কূটনীতি বহিষ্কারের প্রতিবাদে মস্কোও ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করতে চলেছে।
গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের ‘ইটের’ জবাবে ‘পাটকেল’ ছোড়ার এ কথা জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ তুলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সেসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টা জবাবের ঘোষণা দিয়ে বলেন, ‘ইটের জবাবে পাটকেলের নীতিতে এর জবাব দেব আমরা। শিগগিরই আমরা যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করবো।’
তিনি বলেন, এছাড়াও যুক্তরাষ্ট্রের ৮ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় রাখবে রাশিয়া। সেইসঙ্গে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের তহবিল এবং এনজিওগুলোর কার্যক্রম বন্ধ করবে। এই সমস্ত এনজিও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মনে করে রাশিয়া।
বিজ্ঞাপন
গত ১৫ এপ্রিল রাশিয়ার ওপর নতুন এসব নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটনে রুশ মিশনের কূটনীতিকদের বহিষ্কার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশ জারি করার পরপরই মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটনকে এর সমুচিত জবাবের হুমকি দেওয়া হয়েছিল।
এর আগে রুশ সরকারের সমালোচক অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে গত মার্চে রাশিয়ার ৭ জন কর্মকর্তা ও এক ডজনের বেশি সরকারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছিল বাইডেন প্রশাসন।
এএস