নতুন বছরের দ্বারপ্রান্তে তীব্র শীতে নাজেহাল দিল্লি। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি (ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট) জানিয়েছে, দিল্লির তাপমাত্রা এখন ৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী ৩ দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ আসছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।  

সাধারণত বছরের এই সময়ে দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রি কিংবা তার কিছু বেশি থাকে। চলমান তীব্র শৈত্যপ্রবাহের ফলে বরফশীতল আবহাওয়ায় কাঁপতে থাকা দিল্লিতে জানুয়ারির ১ বা ২ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে। 

আগামী ৩ দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ আসছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।  

আইএমডির আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, ‘জম্মু এবং কাশ্মির, লাদাখ, হিমাচল ও উত্তরাখন্ড প্রদেশে তুষারপাত এবং হিমালয়ের পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা শীতল শুষ্ক উত্তুরে হাওয়া দিল্লিসহ উত্তর ভারতে সাম্প্রতিক এই শৈত্যপ্রবাহের প্রধান কারণ।’ 

এমনিতেই বিশ্বের শীর্ষ বায়ুদূষণ কবলিত শহরগুলোর তালিকায় রয়েছে দিল্লি। তারওপর চলমান শৈত্যপ্রবাহে ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমশীতল হাওয়ায় সেই দূষণ আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

এসএমডব্লিউ