মোদির গুজরাটে টাটার ১২০০ শয্যার কোভিড হাসপাতাল
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়াচ্ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে চলছে জরুরি অবস্থা। অন্যান্য রাজ্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাটেও প্রতিদিন হাজারো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সেখানেও চলছে জরুরি অবস্থা।
গুজরাটের স্বাস্থ্যসেবা আরও একবার কঠিন চ্যালেঞ্জের মুখে। তবে রাজ্যটিতে করোনা মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। টাটা কোম্পানির সহায়তায় ১ হাজার ২০০ শয্যার কোভিড হাসপাতাল নির্মাণ হচ্ছে সেখানে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হাসপাতালটিতে সংকটাপন্ন রোগীদের জন্য থাকবে ৬০০টি আইসিইউ শয্যা। তাছাড়াও গুজরাটের ধনবন্ত্রী কোভিড হাসপাতালও কাল (শনিবার) থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে। এ হাসপাতালেও রয়েছে ৯৫০টি শয্যা। এছাড়াও থাকছে ২৫০ আইসিইউ শয্যা। অন্য একাধিক রাজ্যের তুলনায় আইসিইউ সুবিধা গুজরাটেই বেশি। শুক্রবার (২৩ এপ্রিল) আহমেদাবাদে এমন তথ্যই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩৮৬। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৭। রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে।
বিজ্ঞাপন
আক্রান্তের সংখ্যা লাগামহীন হলেও করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে গুজরাটের রাজ্য সরকার- এ মন্তব্য করে টাটা কোম্পানির ১ হাজার ২০০ শয্যার কোভিড হাসপাতালের কথা জানালেন অমিত শাহ।
ভারতে করোনার সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২ হাজার ২৬৩ জনের।
এ পর্যন্ত ভারতে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০। বর্তমানে দেশটিতে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন করোনা বয়ে বেড়াচ্ছেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলো। ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণ-তরুণীরাও বেশি সংখ্যায় সংক্রমিত হচ্ছেন। এ ধাক্কায় দেখা যাচ্ছে আক্রান্তদের ৬০ ভাগেরই বয়সই ৪৫ বছরের কম।
আরএইচ