করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছে মাদ্রাজ হাইকোর্ট। পশ্চিমবঙ্গে যেদিন সপ্তম দফা ভোট শেষ হলো, সেদিন আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৬ হাজারের কাছাকাছি। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে প্রাণ হারালেন ৬৮ জন। যাদের মধ্যে কলকাতায় ২৬ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১১ হাজারের গণ্ডি পেরিয়ে গেল।

সোমবারের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন। যা রোববারের তুলনায় সামান্য কম। যদিও সোমবার কম টেস্ট হয়েছে। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী।

পশ্চিমবঙ্গের বীরভূমের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা ৭০৬। এদিকে আবার করোনার মধ্যেই চলছে ভ্রমণের উৎসাহ কমেনি পর্যটকদের। ফলে করোনা ছড়াচ্ছে দার্জিলিং-এও। 

সোমবার কলকাতায় করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পশ্চিমবঙ্গে ৯৬টি অক্সিজেন প্লান্ট তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। ৬ প্লান্টের অনুমোদন পাওয়া গেছে। এছাড়াও সেফ হোমের সংখ্যা বাড়ানো, অস্থায়ী করোনা হাসপাতাল তৈরিরও পরিকল্পনা করেছে।

ভারতে সোমবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সামগ্রিক হিসেবে আক্রান্ত এক কোটি ৭৩ লাখ ছাড়ালেও মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজারের কিছু বেশি। অর্থাৎ মৃত্যুর হার ১.১২ শতাংশ।

ওএফ