বছরের শেষদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সঙ্গীতের কথায় পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর আজ পহেলা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সঙ্গীতের আলাদা একটি সংস্করণ গাইবেন।

দেশটির দীর্ঘদিনের আদিবাসী ইতিহাসকে প্রতিবিম্বিত করার লক্ষ্যে জাতীয় সঙ্গীতে আর এখন থেকে অস্ট্রেলিয়াকে ‘তরুণ এবং মুক্ত’ হিসেবে উল্লেখ করা হবে না। অর্থাৎ এই শব্দযুগল আর থাকছে না সঙ্গীতে।

আচমকা ঘোষণাটি আসলেও দেশটির সরকারের সবাই স্বাগত জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জাতীয় সঙ্গীতে এই পরিবর্তনের কারণে জাতীয় ঐকমত্য তৈরি হবে বলে আশা করছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়ে লিখেছে, আঠারো শতকে সংখ্যাগরিষ্ঠ ইংরেজরা সেখানে আবাস তৈরি করে উপনিবেশের গোড়াপত্তন করারও হাজার হাজার বছর আগে থেকেই অস্ট্রেলিয়ায় মানুষের বসতি ছিল। 

প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ঘোষণা দেওয়ার কারণে নতুন সংস্করণে অস্ট্রেলিয়ানরা এখন থেকে ‘আমরা তরুণ ও মুক্ত স্বাধীন’ এই বাক্যের পরিবর্তে ‘আমরা এক এবং মুক্ত স্বাধীন’ বাক্যটি গাইবেন।  

গত বছরের শুরুতে নিউ সাউথ ওয়েলসে রাজ্যের প্রধান গ্লাডাউস বেরেজিক্লিয়ান এই পরিবর্তনের প্রস্তাব দিয়ে বলেছিলেন, জাতীয় সঙ্গীতে এই শব্দগুলো আমাদের ‘গর্বের প্রথম জাতীয় সংস্কৃতিকে’ প্রতিফলিত করে না।

কনজারভেটিভ নেতা স্কট মরিসন বলেন, ‘জাতীয় সঙ্গীতে ‘‘তরুণ ও মুক্ত স্বাধীন’’ শব্দবন্ধ পরিবর্তিত হয়ে ‘এক ও মুক্ত স্বাধীন’ হওয়ায় তেমন কিছুই হয়তো হয়নি কিন্তু এতে অনেক কিছু যুক্ত হয়েছে বলে আমার বিশ্বাস।’  

এএস